ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডিমলায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
ডিমলায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খলিল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরে ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তে এ হত্যার ঘটনা ঘটে। নিহত খলিল উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের শমসের আলীর ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, ভোরে ফেনসিডিল নিয়ে ভারত থেকে দেশে ফেরার পথে ৪৯১ নম্বর মূল পিলারের কাছে বিএসএফ’র ভুজারীপাড়া ক্যাম্পের সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ, রংপুর-৫১ সেক্টরের দায়িত্বে বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম বলেন, খলিল ফেনসিডিল ব্যবসায়ী ছিলেন। তার মরদেহ ফেরত চেয়ে ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। দুপুরে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে। বৈঠক শেষে মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।