ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউজিসির সামনের রাস্তার এই হাল!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
ইউজিসির সামনের রাস্তার এই হাল! ইউজিসি ভবন সংলগ্ন সড়ক

ঢাকা: দেশের বিশ্ববিদ্যালয়সমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবন সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খানা-খন্দে ভরা এ সড়কে বিভিন্ন সংস্থার কাজের ফলে বছরব্যাপী জলাবদ্ধতা লেগেই থাকে। বেহাল সড়কের কারণে ইউজিসিতে আগত দেশ-বিদেশের উচ্চশিক্ষা সংশ্লিষ্টদের কাছে ইউজিসিকে বিব্রত হতে হয়।

 

সোমবার (১৪ জানুয়ারি) এডিবির পদস্থ এক কর্মকর্তার গাড়ি ইউজিসিতে প্রবেশকালে গাড়ির অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মান্নান বলছেন, সড়কের বেহাল অবস্থার কারণে আমরা বিব্রত হই এবং এমন অবস্থায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

ইউজিসির কর্মকর্তারা জানান, আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটির অবস্থা সবচেয়ে করুণ। সড়কের বেশিরভাগ গর্তগুলো সৃষ্টি হয়েছে ইউজিসির প্রবেশ দ্বারে ও সংলগ্ন স্থানে। ফলে কমিশনে আসা অতিথিদের গাড়ি রাস্তার গর্তের নোংরা পানিতে নাকানি-চুবানি খেয়েই এর ভিতরে প্রবেশ করে। এতে যানবাহনেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়।

ইউজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ভাঙা সড়ক ব্যবহার করতে যেয়ে প্রায়শই ছোটখাট দুর্ঘটনাও ঘটে। সোমবার এডিবির পদস্থ এক কর্মকর্তার গাড়ি ইউজিসিতে প্রবেশকালে গাড়ির পিছনের একটি অংশ ভেঙে ব্যাপক ক্ষতি সাধিত হয়।

ভাঙা আর পানিতে ডোবা রাস্তা দিয়ে পাবলিক সার্ভিস কমিশন, পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, জাতীয় বিজ্ঞান জাদুঘর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ নির্বাচন কমিশন, পিকেএসএফ, ইসলামিক ফাউন্ডেশন, কোস্ট গার্ড, মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ও সংগীত কলেজে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এতে বহু মানুষের নির্বিঘ্নে চলাচল ও প্রাত্যহিক কর্মঘণ্টা ব্যহত হচ্ছে।  
 
এ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, দেশের ১৫০টির অধিক বিশ্ববিদ্যালয়ের তদারকির দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। প্রতিদিন বিশ্বব্যাংক, এডিবি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দূতাবাসের পদস্থ কর্মকর্তা, সরকারের বিভিন্ন মন্ত্রী, শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক, পরিকল্পনাবিদ বিভিন্ন কাজে ইউজিসিতে আসেন।
 
সড়কের দুরাবস্থার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, এতে আমরা বিব্রত হই এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

ইউজিসি’র চেয়ারম্যান সংশ্লিষ্টদের কাছে ভবন সংলগ্ন সড়কটি অতিদ্রুত সংস্কারের দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ