ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
খিলগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় অতিরিক্ত মদ্যপানে টিটু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ভায়রা মিন্টু মিয়া বাংলানিউজকে জানান, খিলগাঁওয়ের মেরাদিয়া কবরস্থান রোডের ১২৯ নম্বর বাসায় থাকতেন টিটু।

ফল বিক্রি করতেন তিনি। তার বাবার নাম মৃত আরিফুর রহমান।  

তিনি আরও জানান, কবরস্থান রোডের একটি মাঠে শুক্রবার (১১ জানুয়ারি) দিনগত রাতে জাকির ড্রাইভার নামে একজন মদ নিয়ে আসেন। সেখানে টিটুসহ ৮/১০ জন বন্ধুবান্ধব মিলে মদ পান করেন। পরে রাতে বাসা গিয়ে অসু্স্থ হয়ে পড়েন টিটু। অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় নারীসহ আরও পাঁচজন অসুস্থ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য টিটুর মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad