ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ফটো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও টানা তৃতীয়সহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে ভবিষ্যতে বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন মোহাম্মাদু বুহারি।

শনিবার  (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায়  নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি তার পাঠানো বার্তায় বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ফলে তার দূরদর্শী নেতৃত্বে দেশটির অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত থাকবে। তাছাড়া আগামী দিনে বাংলাদেশ ও নাইজেরিয়া বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করবে বলেও আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা দিল্লিতে নাইজেরিয়ার হাইকমিশন থেকে বাংলাদেশ হাইকমিশনে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।