ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আদালত অঙ্গন রাজনীতি মুক্ত রাখতেই পদত্যাগ: ব্যারিস্টার নাজমুল হুদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০
আদালত অঙ্গন রাজনীতি মুক্ত রাখতেই পদত্যাগ: ব্যারিস্টার নাজমুল হুদা

ঢাকা: বিএনপির ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘বিচার বিভাগ নিরপেক্ষ রাখতে এবং সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট অঙ্গন রাজনীতি মুক্ত রাখার লক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে পদত্যাগ করেছি। ’

তিনি বলেন, ‘সুপ্রীম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত।

এখানে রাজনীতি মুক্ত পরিবেশ থাকবে। মানুষ এ সর্বোচ্চ আদালত থেকে স্বাধীন ও নিরপেক্ষ বিচার যাতে পায় সেজন্য আমি নিরপেক্ষ আইনজীবীদের সংগঠিত করার চেষ্টা করছি। এ লক্ষ্যেই আমি কাজ করে যাবো। ’

তিনি আরো বলেন, ‘সর্বোচ্চ আদালতে দলনিরপেক্ষ পরিবেশ থাকা উচিত। সেটা নেই। খালেদা জিয়াকে এর আগে উচ্ছেদ নোটিস দিয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড। ওই নোটিস বৈধ বা অবৈধ এ লক্ষেই রায় হওয়া উচিত ছিলো। সেটা না হয়ে এক মাসের মধ্যে তাকে বাড়ি ছাড়ার নোটিস দেওয়া হয়েছে। আমি মনে করি, এর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ আছে। ’

আদালত প্রাঙ্গনে অনেক আইনজীবী পেশার চেয়ে দলীয় প্রভাবকেই  বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও আদালতে নিরপেক্ষ বিচারের পরিবেশ বিঘ্নিত করছে কি না জানতে চাইলে তিনি বলেন ,‘আমাদের নিজেদের আচরণে কিছুটা ভুল আছে। উচ্চ আদালত অঙ্গনকে কলুষিত করা উচিত নয়।

প্রসঙ্গত, ব্যারিস্টার নাজমুল হুদা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।