bangla news

শেখ হাসিনাকে ওআইসি মহাসচিবের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০১-১১ ১১:৩২:১৯ এএম
ওআইসি মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

ওআইসি মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইসলামী সহযোগিতার সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন।  

শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দনবার্তায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি। 

 শুক্রবার (১১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায়  ওআইসি মহাসচিব তার বার্তায় বলেন, আওয়ামী লীগ সরকার বিজয়ী ও শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় ওআইসির পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশে সদ্য শেষ হওয়া ভোটে আপনার (শেখ হাসিনা) দক্ষ নেতৃত্বের প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন ঘটেছে। 

আগামী দিনে বাংলাদেশ ও ওআইসি একযোগে কাজ করবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রচেষ্টায় ওআইসি সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান মহাসচিব।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
টিআর/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-01-11 11:32:19