ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হত্যা মামলায় পটুয়াখালীতে তিনজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
হত্যা মামলায় পটুয়াখালীতে তিনজনের যাবজ্জীবন

পটুয়াখালী: পটুয়াখালী শহরের কলাতলা বাজারের নৈশপ্রহরী আব্দুল কাদের শিকদার হত্যা মামলায় তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নুর ইসলাম (৩০), বিল্পব বাড়ই (৩০) ও বারেক সিকদার (২৮)।

জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর রাতে ওই বাজারের দণ্ডপ্রাপ্তরা ডাকাতি করতে যায়। এসময় বাজারের নৈশপ্রহরী আব্দুল কাদের সিকদার (৬০) তাদের চিনে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় খুন হওয়া আব্দুল কাদেরের ছেলে মো. জহিরুল ইসলাম বাদি হয়ে সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও ৩০ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।  

এদের মধ্যে বুধবার (০৯ জানুয়ারি) আসামি বিল্পব বাড়ই আদালতে উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, পাবলিক প্রসিকিউটর (পিপি)আরিফুল হক টিটু ও আসামি পক্ষের কৌশলী ছিলেন মো. মাহবুবুর রহমান শামিম।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।