ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাবাকে মারধরের প্রতিবাদ করায় ছেলে খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
বাবাকে মারধরের প্রতিবাদ করায় ছেলে খুন হাসপাতালে মরদেহ রাখা হয়েছে-ছবি-বাংলানিউজ

বরগুনা: বরগুনায় বাবাকে মারধরের প্রতিবাদ করায় শামীম ইমতিয়াজ বাদশা নামের এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত বাদশা ওই এলাকার বাসিন্দা সোহরাব মৃধার ছেলে।

তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বাবা সোহরাব মৃধাকে মারধর করে প্রতিপক্ষের আল-আমিন গাজী, জাকারিয়া, ঘটনার প্রধান হোতা মহসিন সর্দার ও তার দুই ছেলে রাকিব এবং সাবু। এ ঘটনা শুনে বাদশা বাবাকে মারধরের প্রতিবাদ করলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়।

মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ঘটনা শুনে হাসপাতালে যান বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।