ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাদ পড়লেন যে ‘হেভিওয়েটরা’ 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
বাদ পড়লেন যে ‘হেভিওয়েটরা’ 

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন প্রায় দুই ডজন নতুন মুখ। আর বাদ পড়েছেন হেভিওয়েট অনেকে। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ এবং মহাজোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতারাও।  

রোববার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও দফতর ঘোষণা করেন।
 
নতুন মন্ত্রিসভার দফতরে বণ্টন হয়ে যাওয়ায় বাদ পড়েছেন বিদায়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তেফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন আহমেদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।


 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবামন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদারও বাদ পড়েছেন।
 
বাদের তালিকা আছেন ওয়ার্কার্স পার্টির প্রধান সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টির নেতা ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির (জেপি) নেতা পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বিদায়ী মন্ত্রিসভার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিমান পরিবহনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এবং ধর্মমন্ত্রী মতিউর রহমানও বাদ পড়েছেন নতুন মন্ত্রিসভার তালিকা থেকে।
 
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমআইএইচ/এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।