ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে স্বপ্নজগত পার্কে ভাস্কর্য ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ঠাকুরগাঁওয়ে স্বপ্নজগত পার্কে ভাস্কর্য ভাঙচুর

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের বুড়িরবাধ ব্রিজের কাছে স্বপ্নজগত পার্কের অর্ধ শতাধিক ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৪ জানুয়ারি) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পার্কে হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় স্থাপিত ভাস্কর্যগুলো ভাঙচুর করে।
 
স্বপ্নজগত পার্কের নাইটগার্ড ভবেশ চন্দ্র বর্মন ওরফে খাকচালু বাংলানিউজকে জানায়, শুক্রবার রাতে ৮/১০ জনের একদল মুখোশ পরা যুবক পার্কের প্রধান গেট দিয়ে প্রবেশ করে এবং পার্কের পূর্ব পার্শের টিনের বেড়া ভেঙে আরো বেশ কিছু যুবক পার্কে ঢুকে হাতি, বাঘ, বাংলার গৃহবধূ, পাখি, ফুল ইত্যাদি ভাস্কর্য ভাঙচুর করে।

ভাস্কর্য ভাঙচুর।  ছবি: বাংলানিউজ

জানা যায়, পার্কের মালিক আকচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন নির্বাচনের পূর্বে নাশকতার অভিযোগে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

শনিবার (০৫ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ওই পার্কের অভ্যন্তরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে উপজেলা প্রশাসন কিছুদিন আগে পার্কটি বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।