ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাধবদীতে অস্ত্র-গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২০, জানুয়ারি ৫, ২০১৯
মাধবদীতে অস্ত্র-গুলিসহ আটক ২ পিস্তল-গুলিসহ আটকরা। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে পিস্তল-গুলিসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

আটকরা হলেন- শহরের ছোট মাধবদী এলাকার হাজী হাসেম আলীর ছেলে সাইদুর রহমান ইমন (২২) ও সদর উপজেলার বুইদ্দামারা গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আলমগীর (৩০)।

শনিবার (৫ জানুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার (৪ জানুয়ারি) রাতে শহরের ছোট মাধবদী এলাকায় অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। পরে তাদের কাছে দুই রাউন্ড গুলি ও একটি পিস্তল জব্দ করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।