ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রথম ভোট দিতে ভোর থেকে কেন্দ্রে তরুণরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, ডিসেম্বর ৩০, ২০১৮
প্রথম ভোট দিতে ভোর থেকে কেন্দ্রে তরুণরা ভোট দিতে ভোর থেকে লাইনে তরুণরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিতে ভোর থেকেই কেন্দ্রে তরুণরা।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় বালক শাখায় প্রায় দুই শতাধিক ভোটার দেখা গেছে। তখনও রাতের আধার কাটেনি।

তবুও দলে দলে কেন্দ্রে আসছেন ভোটরা। অধিকাংশ ভোটারই তরুণ যারা জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন।

তাদের মধ্যে একজন সাজ্জাদ ইসলাম। সবে মাত্র ১৮ বছর পেরিয়েছেন। তিনি শেরে বাংলানগরে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।  

তিনি বলেন, জীবনের প্রথম ভোট। কাঙ্খিত ভোট দিয়ে সকাল সকাল বাসায় যাবো।

সাজ্জাদের পেছনে দাঁড়িয়ে তারিকুল ইসলাম তারিক (১৯)। পড়াশুনা করেন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে।

সাজ্জাত বলেন, সকাল ৬টা আসছি ভোট দিতে। পরে আসলে লাইন অনেক বড় হবে তাই তাড়াতাড়ি আসছি।

এছাড়া রাজধানীর বড়বাগ মিরপুর থেকে ভোটকেন্দ্রে আসছেন মোহাম্মদ রহিম। তিনি বর্তমানে লেগুনা চালক। সবার আগে ভোট দিতেই ভোটকেন্দ্রে এই তরুণ।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমআইএস/আরআইএস/     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।