ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৩২) নামে এক যুবক নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমানের মৃতদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়। আহতদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পটুয়াখালীর শাহজাদা (৪৫), মিজানুর (৩০), বিল্লাল হোসেন (২৭), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিরিন (২৬) ও রেজাউল (৩২)।

জানা গেছে, একটি থ্রি-হুইলারে করে বাকেরগঞ্জ থেকে মির্জাগঞ্জের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বিপরীতমুখি একটি গাড়ির সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ হলে এটি দুমড়ে-মুচড়ে যায়।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, হতাহতরা সবাই থ্রি-হুইলারের যাত্রী। তবে থ্রি-হুইলারের কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।