ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

খালিয়াজুরীতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, প্রতিবেশী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, ডিসেম্বর ২৬, ২০১৮
খালিয়াজুরীতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, প্রতিবেশী আটক

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় দিপু সরকার (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী এক যুবককে আটক করা হয়েছে। 

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কাদিরপুর গ্রামের একটি হাওরের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

দিপু ওই গ্রামের মন্টু সরকারের ছেলে।

সে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো।  

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বাংলানিউজকে বলেন, গোবিন্দদের সঙ্গে দিপুর বাবার জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিলো। সে কারণে দিপুর পরিবারের সদস্যদের সন্দেহের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গোবিন্দ সরকার নামে প্রতিবেশী এক যুবককে আটক করা হয়েছে। তিনি কাদিরপুর গ্রামের ধীরেন্দ্র সরকারের ছেলে।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।