ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ৮৫ হাজার টাকার জাল নোটসহ শিক্ষক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, ডিসেম্বর ২৬, ২০১৮
সাতক্ষীরায় ৮৫ হাজার টাকার জাল নোটসহ শিক্ষক আটক  জাল টাকা (ফাইল ফটো)

সাতক্ষীরা: ৮৫ হাজার টাকার জাল নোটসহ সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী এক অধ্যাপককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক মিয়ারাজ হোসেন সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাতা।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।