ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
খিলগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ চারজন হলেন মো. দুলাল (৩০) রবিউল (৩২) হৃদয় (১৫) ও আনিসুর রহমান (৩২)।

দগ্ধদের সহকর্মী সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা গোড়ান ৮ নং রোডে অবস্থিত আইডিয়াল ওয়ার্কশপের শ্রমিক।

দুপুরে ওয়ার্কশপে কাজ করা সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ হয়। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দগ্ধদের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad