ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ভোলায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

ভোলা: ভোলা শহরের জিয়া মার্কেট সংলগ্ন সুতা পট্টিতে আগুন লেগে পুড়ে গেছে ১৫টি দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আগুনে চারটি মুদি দোকান, পাঁচটি সুতার দোকান ও  ছয়টি গোডাউনসহ মোট ১৫টি দোকান পুড়ে ছাই গেছে।

এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভোলা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, সুতা পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোলা সদর থেকে দু’টি, দৌলতখান, চরফ্যাশন, তজুমদ্দিন ও বোরহানউদ্দি থেকে একটি করে মোট ছয়টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে ভোলা সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ও বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ঘটনাস্থল পরিরদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছেন।

ভোলা রেডক্রিসেন্টর একটি দলও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।