ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ককটেল বিস্ফোরণে আ'লীগ কর্মী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
খুলনায় ককটেল বিস্ফোরণে আ'লীগ কর্মী আহত

খুলনা: খুলনায় ককটেল বিস্ফোরণে সোহরাব সরদার নামের এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।  

শনিবার (১৫ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে মহানগরীর আড়ংঘাটা বাজার সংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, আড়ংঘাটা বাজার সংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে বিকট আওয়াজে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বোমার স্প্রিন্টার পায়ে লেগে আওয়ামী লীগ কর্মী সোহরাব সরদার আহত হন। ঘটনাস্থলের অদূরে খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ানের সমর্থনে গণসংযোগ চলছিল।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।