ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার বেলতলীর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খালেক (২৮) ও জাকির (২৭)।

 

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সদর উপজেলার চুরখাই এলাকা থেকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পায়ে হেঁটে বেলতলী জামতলার দিকে ধান কাটার জন্য আসছিল দুই শ্রমিক। এ সময় অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক।  

কুয়াশার কারণে স্থানীয়রা ঘাতক যানবাহনটি শনাক্ত করতে পারেননি। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই মোস্তাফিজুর।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮ 
এমএএএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad