ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
খুলনায় মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার প্রতীকী

খুলনা: খুলনায় মাছের ঘের থেকে আরশাদ শেখ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরশাদ দৌলতপুর দেয়ানা বন্দপাড়ার মোতালেব ওরফে মতি শেখের ছেলে।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে মহানগরীর আড়ংঘাটা বিল পাবলার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বাংলানিউজকে বলেন, লোকটা দিনমজুরি করেন। তিনি একখণ্ড জমি লিজ নিয়ে ঘের করেছিলেন।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও তার নাকে মুখে কাদামাটি লাগানো রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহতের স্বজনরা জানান, সকালে আরশাদ ঘেরে মাছের খাবার নিয়ে যায়। এরপর থেকে তিনি বাড়িতে ফেরেননি। দুপুরের পর পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার হয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা,  ডিসেম্বর ১২, ২০১৮
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad