ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাট জেলা প্রশাসকের ফেসবুক আইডি হ্যাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বাগেরহাট জেলা প্রশাসকের ফেসবুক আইডি হ্যাক ফেসবুক স্ট্যাটাস

বাগেরহাট: বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) আইডি হ্যাক করে ডি-অ্যাকটিভেট করে দেয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে তিনি আর তার ফেসবুক আইডিতে ঢুকতে পারছেন না।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, বাগেরহাট নামক একটি ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

ওই পেজে বলা হয়েছে, তপন কুমার বিশ্বাস ২ বছর ৩ মাস ধরে বাগেরহাটে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

তিনি অত্যন্ত জনপ্রিয় জেলা প্রশাসক। কতিপয় অসৎ উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তি জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের ফেসবুক আইডি হ্যাক করে ডি-অ্যাকটিভেট করে দিয়েছে।  

এ ব্যাপারে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, আমি দীর্ঘদিন এখানে জেলা প্রশাসক হিসেবে আছি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন প্রয়োজনীয় পোস্ট ফেসবুকে দিয়ে আসছি। ফ্রেন্ড ও ফলোয়ার মিলে প্রায় ১৫ হাজার মানুষ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত রয়েছেন। আমি মনে করি অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য কেউ আমার আইডি হ্যাক করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।