ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৪ ইটভাটাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বরিশালে ৪ ইটভাটাকে জরিমানা

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদফতরের অভিযানে ৪ ইটভাটাকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে উপজেলার দোয়ারিকা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর পৃথক ধারায় মেসার্স ফাইন ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকস ও মেসার্স রানা ব্রিকস’র কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকা এবং মেসার্স স্টার ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ এইচ এম রাসেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।