ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবালয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
শিবালয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম আহত লাকী, ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লাকী ঘোষকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাকী বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

লাকী তেওতা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নন্দ ঘোষের মেয়ে।  

লাকীর বাবা নন্দ ঘোষ বাংলানিউজকে জানান, বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় নিজামউদ্দিনের ছেলে আশিকুর রহমানসহ কয়েকজন বখাটে তার মেয়েকে এলোপাথাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।  

মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বখাটেরা পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় লাকীকে প্রথমে শিবালয়ের উথলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরো জানান, তার মেয়ের উপর কী কারণে হামালা হয়েছে তা তিনি জানেন না। বিষয়টি শিবালয় থানায় জানানো হয়েছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বদরুল আলম চৌধুরী বাংলানিউজকে জানান, প্রচণ্ড রক্তক্ষণে লাকীর অবস্থা গুরুতর হলেও তিনি শঙ্কা মুক্ত।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এসএসসি পরীক্ষার্থীর উপর হামলার ঘটনা তাকে কেউ অবগত করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।