ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় শেষ হলো দুই দিনব্যাপী কবি সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
বগুড়ায় শেষ হলো দুই দিনব্যাপী কবি সম্মেলন কবি সম্মেলন। ছবি: বাংলানিউজ

বগুড়া: বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি রাখায় চারজন বিশিষ্টজনকে সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলন।

শনিবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া উডবার্ন পাবলিক মিলনায়তনে দ্বিতীয় দিনের মতো কবি সম্মেলন শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত।

কবি সম্মেলনে সম্মাননা পর্বে প্রধান অতিথি ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী।

বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কথাসাহিত্যিক শিরীণ আখতার।
 
এ সময় কবি সম্মেলনের উদ্বোধক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা সাহিত্যিক ইমরান চৌধুরী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির এবং সভাপতি কবি ইসলাম রফিক উপস্থিত ছিলেন।
 
সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলোক পাল।
 
এ বছর সম্মাননাপ্রাপ্ত চারজন হলেন- কবিতায় রাহেল রাজিব, গবেষণা সাহিত্যে হোসেন উদ্দীন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘কোরাস’ সম্পাদক মুজাহিদ আহমদ এবং সাংবাদিকতায় সমকালের বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ।  

সম্মাননা প্রাপ্তদের উত্তরীয়, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কবি হাবীবুল্লাহ সিরাজী।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমবিএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।