ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, গ্রেফতার ৮ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, গ্রেফতার ৮ 

পাবনা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়ায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮ ডিসেম্বর) দুপুরে পাবনার আমিনপুর থানার মাসুমদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা হোসেন সাদ্দান বাংলানিউজকে জানান, দুপুরে মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটির সভা শেষে দলীয় নেতাকর্মীরা মাসুমদিয়া বাজারের দিকে ফিরছিলো।

এ সময় তারা বাজারে একটি চায়ের দোকানে দাঁড়ালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে মাসুমদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিরোজ হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হন।

অন্যদিকে, পাবনা-২ আসনের বিএনপি পদপ্রার্থী সেলিম রেজা হাবিব বাংলানিউজকে বলেন, বিএনপি নেতাকর্মীরা চায়ের দোকানে বসে ছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে বিএনপির বেশ কয়েকজন আহত হন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে বাজারের একটি চায়ের দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাবু মণ্ডল, ইসমাইল হোসেন, আফতাফ হোসেন, আব্দুস সালাম, শাহ আলম, সিদ্দিক শেখ, মঞ্জুর শেখ এবং মনসুর রহমান নামের আটজনকে আটক করা হয়েছে।  

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ