bangla news

বেনাপোলে ১৬ লাখ টাকাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-০৪ ৫:৫১:৪৭ পিএম
বিজিবির হাতে আটক দুই হুন্ডি ব্যবসায়ী, ছবি: বাংলানিউজ

বিজিবির হাতে আটক দুই হুন্ডি ব্যবসায়ী, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল পৌর এলাকা থেকে ১৬ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বেনাপোল পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই হুন্ডি ব্যবসায়ীরা হলেন- বেনাপোলের বোয়ালিয়া গ্রামের কেরামত আলীর ছেলে সুজন (২৩) ও সাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সুরুজ (২০)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল চেকপোস্ট এলাকায় বিপুল পরিমাণে অবৈধ টাকা লেনদেন হচ্ছে। পরে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল পৌর এলাকা থেকে ১২ লাখ ও চেকপোস্ট থেকে ৪ লাখ হুন্ডির টাকাসহ দুই জনকে আটক করে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাশেম বিষয়টি  নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিলে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এজেডএইচ/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   বিজিবি বেনাপোল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-12-04 17:51:47