ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পিরোজপুর আদালত থেকে আসামির পলায়ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০০, ডিসেম্বর ৩, ২০১৮
পিরোজপুর আদালত থেকে আসামির পলায়ন আসামি আমান খান। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুর কারাগারে বন্দি আমান খান (২০) নামে এক হত্যা মামলার আসামি আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে পালিয়ে গেছেন।

সোমবার (০৩ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

আমান খান পিরোজপুরের কাউখালী উপজেলার নাংগুলি গ্রামের ইউনূস খানের ছেলে।

তিনি ওই উপজেলার জয়কুল গ্রামের মাহাফুজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আমান খানকে মামলার হাজিরার জন্য পিরোজপুর কারাগার থেকে জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। দুপুর পৌনে ১২টার দিকে তাকে আদালতের হাজতখানা থেকে বিচারকের এজলাসে নেওয়ার পথে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান।
 
গত ২৬ আগস্ট পিরোজপুরের কাউখালী উপজেলার নাংগুলি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মাহফুজুর রহমান (২৮) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় পরদিন মাহফুজুর রহমানের ভাই আল আমিন বাদী হয়ে আমান খানসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গত ২ সেপ্টেম্বর থেকে আমান খান কারাগারে রয়েছেন।

পিরোজপুরের কোর্ট ইন্সপেক্টর মোবাশ্বের আলী বাংলানিউজকে বলেন, আমান খানকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলােদশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।