ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঠ্যবই নিয়ে ট্রাক খাদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
পাঠ্যবই নিয়ে ট্রাক খাদে পাঠ্যবইসহ ট্রাক খাদে। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সরকারের উদ্যোগে বিতরণের পাঠ্যবইসহ একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে বিপুল সংখ্যক বই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

শনিবার (১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলা পরিষদের গেটের কাছে এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ থেকে সরকারের উদ্যোগে বিতরণের পাঠ্যবই নিয়ে একটি ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেট অতিক্রম করে।

পরে ট্রাকটি উপজেলার ভেতরে প্রবেশের জন্য পেছানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাঠ্যবইগুলো পুলিশি পাহারায় রাখা হয়।

বইগুলোর মধ্যে কালিহাতী এবং ঘাটাইল উপজেলার জন্য বরাদ্দ করা আর.আর প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির অষ্টম শ্রেণির এক লাখ ২১ হাজার ১২০ কপি সরকারি পাঠ্যবই ছিল বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।