ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানিয়াচংয়ে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
বানিয়াচংয়ে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা সায়েম মিয়া

হবিগঞ্জ: পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের বানিয়াচংয়ে সায়েম মিয়া (২২) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়েম মারা যান।  

সায়েম উপজেলার জামালপুর গ্রামের রমিজ মিয়ার ছেলে।

তিনি স্থানীয় জনাব আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র।

আহতরা হলেন হাজরাপারা গ্রামের ফজলু মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮) ও কাজী মহল্লা গ্রামের উজ্জ্বল মিয়া (২০)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বাংলানিউজকে জানান, সায়েমের সঙ্গে একই গ্রামের নজরুল ইসলামের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে বুধবার (২৮ নভেম্বর) রাতে নজরুল ও তার লোকজন সায়েমসহ তার বন্ধুদের ছুরিকাঘাত করে। পরে আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সায়েম মারা যান। আহত বাকি দুইজন হবিগঞ্জে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও নিহতের স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।