ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
নরসিংদীতে ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদী: নরসিংদীতে তানবির আহম্মেদ খান নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে শহরের বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তানবির বীরপুর এলাকার নাসির উদ্দি খানের ছেলে।

তিনি এ রাজধানী ঢাকার  নটরডেম কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সম্প্রতি তিনি রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগও পেয়েছিলেন।  

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তানভির ভোরে ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে খবর আসে বীরপুর স্কুলের পাশে একটি দোকানের পেছন থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় তানবিরের মরদেহ পাওয়া গেছে।

রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শাহ আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর কবলে পড়ে এ হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad