ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মাসেতু প্রকল্পের নিরাপত্তায় বিন্দু পরিমাণ ছাড় নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
পদ্মাসেতু প্রকল্পের নিরাপত্তায় বিন্দু পরিমাণ ছাড় নেই বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা

মুন্সিগঞ্জ: পদ্মাসেতু প্রকল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় নেই। ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ও যেকোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুত আছে সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পদ্মাসেতু প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় কর্তব্যরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসব কথা বলেন।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস এরিয়া-১ এলাকায় অতন্দ্র আটান্ন (৯৯ কম্পোজিট বিগ্রেড) দখিনালয়ে কক্ষে মতবিনিময় সভার আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, পদ্মাসেতুর প্রকল্প এলাকায় দেশি-বিদেশি প্রকৌশলীরা নিয়োজিত আছেন। পুরো এলাকায় সেনাবাহিনীর সদস্যরা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রদান করছেন। যেকোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুত আছেন তারা। নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় নেই। পদ্মাসেতুতে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।  

সভায় উপস্থিত ছিলেন- পদ্মাসেতু প্রকল্প এলাকায় কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মো. শফিক, মেজর রিয়াজুল ইসলাম, মেজর মো. সোহেল রানা, ক্যাপ্টেন আসাদুল হক পাটোয়ারী, সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।