ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদকবিক্রেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদকবিক্রেতা নিহত ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের কেরুনতলী এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ নভেম্বরর) ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহতরা হলেন- ময়মনসিংহের কোতোয়ালি এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে আশিক জাহাঙ্গীর কুদরত (৩২) ও টোলাবড় মসজিদ নারায়ণগঞ্জ এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০)।

 

র‌্যাব টেকনাফ অফিসের লেফটেন্যান্ট মির্জা সাহেদ বাংলানিউজকে জানান, ভোরে কেরুনতলী এলাকায় র‌্যাবের চেকপোস্টের সামনে কক্সবাজারমুখি একটি ট্রাককে সিগনাল দিলে ট্রাক থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ওই ট্রাকটির নিচ থেকে দু’টি মরদেহ, এক লাখ পিস ইয়াবা, দু’টি দেশিয় তৈরি বন্দুক, আটটি গুলি উদ্ধার করা হয়। এসময় আরও দুই/তিনজন পালিয়ে যান।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, বন্দুকযুদ্ধের সময় তাদের গুলিতে এ দু’জন নিহত হয়েছেন। পরে তাদের মাদকবিক্রেতা হিসেবে শনাক্ত করা হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।