ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জ সীমান্তে ২টি পিস্তল ও গুলি উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
শিবগঞ্জ সীমান্তে ২টি পিস্তল ও গুলি উদ্ধার উদ্ধার করা অস্ত্র-গুলি। ছবি-বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। 

রোববার (১৮ নভেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে উপজেলার রিফিউজিপাড়া আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।  

পরে সোমবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দিন ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন।

 

এসময় তিনি বলেন, গোয়েন্দা খবরের ভিত্তিতে রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রিফিউজিপাড়ায় অভিযান চালানো হয়। এসময় রিফিউজিপাড়ার একটি বাঁশ ঝাড়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

অধিনায়ক আরও জানান, অস্ত্র ও গুলিগুলো শিবগঞ্জ থানায় জমা দিয়ে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।