ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় এসপির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ফতুল্লায় এসপির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি, আটক ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো মাদকবিরোধী র‌্যালি ও অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম হেরোইন ও এক হাজার ২০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন, ব্যাংক কলোনিতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- বাবুল, দেলোয়ার, শুভ, আলামিন, ডাকাত শহীদ ও তরুণ।

এ সময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী হাসান সিদ্দিকী ইমরান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ জালাল, পুলিশ পরিদর্শক (এইসিপি) গোলাম মোস্তফা, থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বাংলানিউজকে বলেন, এসপি আনিসুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি ও অভিযান চালানো হয়। এ সময় ৩৫০ গ্রাম হেরোইন ও এক হাজার ২০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad