ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হলফনামায় মিথ্যা তথ্যের মুখোশ উন্মোচন করবে দুদক 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
হলফনামায় মিথ্যা তথ্যের মুখোশ উন্মোচন করবে দুদক  দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ফাইল ফটো

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দিলে মুখোশ উন্মোচন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ নভেম্বর) এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ একথা জানান।

তিনি বলেন, আমি বিশ্বাস করি দেশের জনগণ কোনো স্বীকৃত দুর্নীতিবাজকে নির্বাচিত করবে না।

আর সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচনে অংশ নিলে সে বিষয়ে নির্বাচন কমিশনই ব্যবস্থা নেবে। আবার যারা আমাদের জনপ্রতিনিধি হবেন, তারাও সঠিক তথ্যের মাধ্যমেই হবেন।

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনের ব্যাপারে আমার কিছু বলার নেই। নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা আমাদের কাজ করে যাবো।  

‘যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা চাইবো নির্বাচন কমিশনে তারা তাদের সঠিক সম্পদের হিসাব জমা দেবেন। গোলমাল দেখলেই আমি আমার কাজ করবো। ব্যবস্থা নেবো। ’

ইকবাল মাহমুদ বলেন, আমরা কখনই স্বপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশনকে বলবো না ক,খ,গ বা অন্য কেউ এমন, এর বিরুদ্ধে ব্যবস্থা নাও।

‘চারদিকে কেবল সমস্যার পাহাড়। ডানে হাত দিলে, সেখানেও সমস্যা; বামে হাত দিলে সেখানেও সমস্যা। এই অবস্থার পরিবর্তন আমাদের করতে হবে। সবাই মিলে করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
আরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।