ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে জাটকাসহ আটক ২ ব্যক্তিকে জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
বরিশালে জাটকাসহ আটক ২ ব্যক্তিকে জেল-জরিমানা আটককৃত জাটকা

বরিশাল: বরিশালে জাটকাসহ আটক ২ ব্যক্তিকে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জব্দ হওয়া ৫ মণ জাটকা বিভিন্ন এতিমখানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, রোববার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালানো হয়।

এসময় পটুয়াখালী থেকে ঢাকাগামী বেপারী পরিবহনের যাত্রীবাহি একটি বাস থেকে ৫ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

পাশাপাশি বাস থেকেই জাটকা পাচারের সাথে জড়িত ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর থানাধীন এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন, মো. লিটন হাওলাদার।

পরে জাটকাসহ আটককৃতদের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী পরিচালিত ভাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ড ও ২ শত টাকা করে জরিমানা প্রদান করে। পাশাপাশি জব্দ করা ৫ মণ জাটকা বরিশাল নগরের বিভিন্ন মাদরাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

বাংলা‌দেশ সময় : ০৫৩৫ ঘন্টা, ন‌ভেম্বর ১৯, ২০১৮
এমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।