ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে ৪ অস্ত্র উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে ৪ অস্ত্র উদ্ধার  উদ্ধার হওয়া চারটি ওয়ান শুটারগান

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা। 

শনিবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহউদ্দিন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এতথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া সীমান্তের মেইন পিলার ১৮৩/৪-এস’র পার্শ্ববর্তী বাংলাদেশের ২০-২৫ গজ অভ্যন্তরে তল্লাশি চালায় বিজিবি।

পরে মাটির নিচ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ভারতের তৈরি চারটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ