ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মা-বাবাকে খুঁজছে শিশু মিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৩, নভেম্বর ১৭, ২০১৮
মা-বাবাকে খুঁজছে শিশু মিম

লালমনিরহাট: লালমনিরহাট শহরে সাদিয়া আক্তার মিম (৯) নামে একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি তার বাবার নাম সবুজ, মায়ের নাম সখী এবং ঠিকানা- ঢাকা, উত্তরা, আব্দুল্লাপুর ছাড়া আর কিছুই বলতে পারছেনা।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট শহরের শাজাহান কলোনি থেকে মিমকে উদ্ধার করা হয়। শিশুটির দেওয়া তথ্য মতে, উত্তরা ও আব্দুল্লাপুর এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর পাঠালেও তার সঠিক পরিচয় মিলছে না।

বৃহস্পতিবার রাত থেকে সদর থানা পুলিশের হেফাজতে থাকা মিমের পরিচয় জানার চেষ্টা চলছে।

মিমকে চিনে থাকলে লালমনিরহাট সদর থানায় অথবা ০১৭১৩৩৭৩৯৪৬, ০১৭৩৭৬২৪১৪৮ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।