ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
খুলনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার। ছবি: বাংলানিউজ

খুলনা: ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চারটি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য সংবাদ মাধ্যমকে জানায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলার রূপসা উপজেলার তিলক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাজ্জাক চৌধুরী (৩৩), মাসুম ওরফে ফারুক চৌধুরী (৩৮), আরিফুজ্জামান ওরফে শরীফ (৩৮), মো. রিপন গাজী (৩০), মো. আলমগীর হোসেন (৩২), সাগর মিয়া (৪০), মো. হিরা মিয়া (৩৫), মো. সোহেল ওরফে রাহেজ ওরফে হারেজ (৩৪), মো. আনিসুর রহমান (২৫) ও গফুর আলী (৩৮)।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী জানান, রূপসা থানার তিলক কুদির বটতলা মোড় সংলগ্ন খানজাহান আলী সেতু বাইপাস সড়কের গফ্ফার শেখের ঘেরের পাশ থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ওই ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৩টি অত্যাধুনিক পি-শাটারগান, ৭টি ডিবির কোটি, ৪টি পুলিশের ভুয়া আইডি, ৩টি পিস্তলের কভার, ৪টি টর্চলাইট, ৪টি বাঁশি, ১ জোড়া হ্যান্ডক্যাপ, ২টি ডিবি পুলিশ লেখা লেমোনেটিং কার্ড উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আরো একটি কালো রংয়ের মাইক্রোবাসসহ ডাকাত দলের ৪/৫ সদস্য পালিয়ে যান।  

গ্রেফতাকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতির প্রস্তুতি, পুলিশ/র‌্যাব পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে।  

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মুক্ত রায় চৌধুরী বাদী হয়ে রূপসা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দু'টি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।