ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
কিশোরগঞ্জে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেজাল খাদ্য ধ্বংস। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা।



সহকারী পরিচালক বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার ও পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্যসহ ক্ষতিকর পানীয় (জিংসেন) বিক্রির দায়ে বাচ্চু স্টোরকে ২০ হাজার টাকা ও পচা-বাসি মিষ্টি বিক্রি করায় রুচি মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ও ভেজাল খাদ্য ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।