ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পিতার সঙ্গে...

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
পিতার সঙ্গে...

ঢাকা: তাঁদের জনক, গোটা বাঙালি জাতিরও পিতা। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। পৃথিবীর মানচিত্রে সেই দেশ পরিচিতি পায় ‘বাংলাদেশ’ হিসেবে।

কিন্তু স্বাধীনতালাভের তিন বছরের মাথায় এই দেশেরই গুটিকয় বিপথগামী প্রাণ কেড়ে নিলো সেই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে। কেড়ে নিলো তাঁদের জনককে, তাঁদের আদর-স্নেহ-ভালোবাসার আশ্রয়স্থলকে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পাশে রেখে ফ্রেমবন্দি তাঁর ‍দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।  ছবি: পিআইডিতারপর কেটে গেছে কতোবছর! তাঁরা দুই বোন প্রতি কদমে কদমে অনুভব করেছেন বাবাকে। বাবার প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছেন, বাবার স্মৃতি হাতড়ে চোখ মুছেছেন বারংবার।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিজয় সরণিতে নবনির্মিত ‘তোশাখানা জাদুঘরে’ বাবার প্রতিকৃতি যেন সেই আদর-স্নেহ-ভালোবাসার দিনগুলো স্মৃতিপটে এনে দিলো। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে তাই মাঝে রেখে দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা ফিরে গেলেন যেন বাবার পাশে বসে কাটানো সেই মধুর দিনগুলোতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে ছোটবোন শেখ রেহানার গালে আদুরে চুমুও এঁকে দেন।

ছোটবোন শেখ রেহানার গালে আদুরে চুমু এঁকে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ছবি: পিআইডি‘পিতা’র সঙ্গে দুই বোনের কয়েকটি ছবি ফ্রেমবন্দি করেছেন ফটোসাংবাদিক সাইফুল ইসলাম কল্লোল। এরইমধ্যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এইচএ/

** ‘তোশাখানা জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।