ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাস্তায় ফেলে যাওয়া সেই বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
রাস্তায় ফেলে যাওয়া সেই বৃদ্ধার মৃত্যু হাসপাতালের বেডে জোবেদা খাতুন। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: ৩১ অক্টোবর রাতে মাদারীপুরের শকুনী লেক এলাকার রাস্তার পাশে পড়ে থাকা সেই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
 
মঙ্গলবার (১৩ নভেম্বর) শহরের শাহ মাদার দরগা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর গভীর রাতে মাদারীপুর শকুনী লেক পাড়ের রাস্তায় বৃদ্ধা জোবেদা খাতুনকে ফেলে যায় তার স্বজনরা। সকালে স্থানীয় দুই শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে ভর্তির প্রথম দিনে নিজের নাম এবং সন্তান ও তার বউ মিলে তাকে ফেলে রেখে গেছেন শুধু এই কথাটুকু বলতে পেরেছিলেন তিনি। এর পর জ্ঞান হারিয়ে ফেলেন।  

১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।  

তার মৃত্যুর খবর শুনে সিভিল সার্জন, সমাজসেবা কর্মকর্তা ও মাদারীপুর পৌরসভা কর্তৃপক্ষ হাসপাতালে ছুটি আসেন। পরে প্রশাসনের সিদ্ধান্তে মঙ্গলবার সকালে শাহমাদার দরগা কবরস্থানে জোবেদা খাতুনকে দাফন করা হয়।

মাদারীপুর সিভিল সার্জন ডা. ফরিদ উদ্দিন মিয়া জানান, ১১ দিন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বজনরা কেউ তার খোঁজ নিতে আসেনি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।