ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করেছে মিয়ানমার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করেছে মিয়ানমার মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা/ফাইল ছবি

ঢাকা: আগামী ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে নিশ্চিত করেছে মিয়ানমার। সোমবার (১২ নভেম্বর) মিয়ানমারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়।

ওইদিন থেকে প্রথম দফায় ২২৬০ জন রোহিঙ্গা যাবেন। প্রতিদিন ফেরত যাবেন ১৫০ জন করে রোহিঙ্গা।

     

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে গত ৩০ অক্টোবর যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক  অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে।

ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের একটি তালিকা হস্তান্তর করা হয়। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয় ১৫ নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।

বাংলাদশে সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।