ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (১২ নভেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে উপজেলার কালাইরাগ সীমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

 
 
নিহত সাদ্দাম উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের মৃত মখতচ্ছির মিয়ার ছেলে।   

স্থানীদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ভোর রাতে কাঠ চুরি করতে সীমান্ত এলাকায় গেলে খাসিয়াদের ছোড়া গুলিতে সাদ্দাম নিহত হন।  

বিজিবি-১৯ ব্যাটালিয়নের কালাইরাগ সীমান্ত ফাঁড়ির কমান্ডার জয়নাল আবেদীন বলেন, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে সীমান্তের ১২৫১ এর ৩৩ এস পিলারের ২ কিলোমিটার ভেতর মরদেহটি দেখে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।