ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় ৩ জনের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
পদ্মায় ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুর: শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের মাঝপদ্মায় ডাম্প ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনায় শিশুসহ নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নৌরুটের মাদারীপুরের শিবচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে ডুবুরি ও নৌ-পুলিশ সদস্যরা।  

এরা হলেন-কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার পসন্নপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাজু (২৫)।

তার স্ত্রী লিমা (২০)। শিশু ফাতেমা (৮) পটুয়াখালী জেলার আমিরাবাদ থানার বাউফল থানার রুবেল গাজীর মেয়ে।

এর আগে রোববার (১১ নভেম্বর) বিকেলে ২৪ জন যাত্রী নিয়ে পদ্মা পারি দেওয়ার সময় ডাম্প ফেরির ধাক্কায় ডুবে যায় একটি স্পিডবোট। যাত্রীদের মধ্যে ২১ জনকে সেনাবাহিনীর টহলবোট উদ্ধার করলেও নিখোঁজ থাকে তিনজন।  
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আরমান হোসেন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল এলাকা থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad