ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে চোর সন্দেহে যুবককে পুলিশে দিল ছাত্রলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
রাবিতে চোর সন্দেহে যুবককে পুলিশে দিল ছাত্রলীগ আটক ব্যক্তি, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চোর সন্দেহে আপন (৩২) নামে এক যুবককে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবন থেকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়। আটক আপনের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, বাইসাইকেল চুরির অপরাধে একজনকে হাতেনাতে ধরা হয়েছে।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তাকে ফোন করে বিষয়টি জানায়। পরে তিনি আটককৃত সেই চোরকে পুলিশে দিতে বলেন।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত বলেন, ক্যাম্পাস থেকে এক চোরকে ধরে নিয়ে আসা হয়েছে। এখন তাকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।