ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ইসির সঙ্গে বৈঠকে জাতীয় সম্মিলিত জোট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, নভেম্বর ৭, ২০১৮
ইসির সঙ্গে বৈঠকে জাতীয় সম্মিলিত জোট ইসির সঙ্গে বৈঠকে সম্মিলিত জাতীয় জোটের নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় নির্বাচনের আগে আলোচনা করতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় পার্টির  (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। 

বুধবার (০৭ নভেম্বর) সকালে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জোটের নেতারা ইসিতে যান। পরে সেখানে ১১টার দিকে সংলাপ শুরু হয়।

  

এর আগে বৈঠক করতে সকাল ১১টার দিকে কমিশন সচিবালয়ের উদ্দেশে রওনা দেন জোটের নেতারা।  

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

জাতীর জোটের প্রতিনিধিদলে রয়েছেন- জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহেদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতয়ী ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, চেয়ারম্যান বিএনএ সেকেন্দার আলী মনি।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
ইইউডি/টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।