ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ওয়াসা ভবন উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
রাজশাহীতে ওয়াসা ভবন উদ্বোধন ওয়াসার ভবন-২ এর উদ্বোধনকালে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী ওয়াসার ভবন-২ এর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার (০৪ নভেম্বর) দুপুরে রাজশাহী ওয়াসার কার্যালয় থেকে তিনি এ ভবন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, রাজশাহী ওয়াসার মহা-ব্যবস্থাপক সুলতান আব্দুল হামিদসহ অন্যান্য কর্মকর্তারা।

 

পরে রাজশাহী ওয়াসার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র লিটন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, রাজশাহী ওয়াসা বাংলাদেশের ক্ষেত্রে সক্ষমতায় ও সফলতায় দেশের মধ্যে অন্যতম। যতদিন যাবে এর পানি সরবরাহের পরিধি বাড়বে। বর্তমানে ওয়াসার আলোচিত প্রকল্পটি হচ্ছে ৪ হাজার ১৪১ কোটি টাকা ব্যয়ের ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্প। সম্প্রতি প্রকল্পটি পাস হয়েছে।  

তিনি বলেন, গত মেয়াদে আমি মেয়র থাকাকালে এ প্রকল্পের ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেছিলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালায়কে ডিমান্ড অব অর্ডার (ডিও) দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি আলোরমুখ দেখতে চলেছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহী মহানগর, গোদাগাড়ী ও মহানগরের আশপাশের এলাকা নওহাটা, কাটাখালি পৌরসভার শতাভাগ মানুষ সুপেয় পানি সরবরাহ পাবেন।

ওয়াসার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র লিটন বলেন, রাস্তার দুই পাশে পানির লাইন করার চেষ্টা করবেন। যাতে রাস্তার মাঝে খুড়তে না হয়। এছাড়া মহানগরের সৌন্দর্য রক্ষায় উপর দিয়ে যাওয়া বিভিন্ন ইউটিলিটি লাইন (তার) মাটির নিচ দিয়ে নেওয়ার পরিকল্পনা আছে। সব মিলিয়ে রাজশাহীকে আরও সুন্দর-ঝকঝকে করতে চাই।

রাজশাহী ওয়াসার মহা-ব্যবস্থাপক সুলতান আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক এসএম তুহিনুর আলম, একেএম আমিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পারভেজ মামুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভার শুরুতে ওয়াসার বর্তমান কার্যক্রম এবং ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন কর্মকর্তারা।  

মতবিনিময় সভা শেষে মেয়র লিটনকে প্রতীকী ঢোপকল এবং শাহীন আকতার রেনীকে ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ