ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৩ কিমি যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৩ কিমি যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। ফাইল ফটো

কুমিল্লা: ঢাকা-চট্টগাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর থেকে কাচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি বেড়েছে ওই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীদের। 

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেল থেকে যানজট সৃষ্টি হয়। যা সন্ধ্যার পর বাড়তে থাকে।

যানজটে আটকা পড়া একটি বাসের বেশ কয়েকজন যাত্রী বলেন, থেমে থেমে যানবাহন চলছে। কুমিল্লা থেকে ঢাকা যেতে সময় লাগছে কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা।  

যোগাযোগ করা হলে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মহাসড়কে পণ্যবাহী যানবাহনের সংখ্যা অনেক বেশি। এতে যানজট বাড়ছে।

তবে যানজট নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।