ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটার বিহঙ্গ দ্বীপে অজগর অবমুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
পাথরঘাটার বিহঙ্গ দ্বীপে অজগর অবমুক্ত বিহঙ্গ দ্বীপে অজগর অবমুক্ত করা হচ্ছে-ছবি-বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা সংলগ্ন বিহঙ্গ দ্বীপে ৪ হাত লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে বনবিভাগ এ অজগরটি অবমুক্ত করে। 

পাথরঘাটা রেঞ্জ সহকারী মো. ইউসুফ হারুন বাচ্চু বলেন, বুধবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে বরগুনা জেলার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের সী বিচে জেলেদের জালে প্যাঁচানো অবস্থায় অজগরটি উদ্ধার করেন পর্যটনপ্রেমী আরিফুর রহমান ও জেলে আ. খালেক। এরপর আমরা অজগরটি উদ্ধার করে আজ অবমুক্ত করলাম।

 

বিহঙ্গ দ্বীপে অজগরটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন-পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮ 
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।